জাহানারা জামান স্মৃতি ২য় বিভাগ ফুটবল লীগের ফল
আপডেটঃ ২:০৫ অপরাহ্ণ | জুলাই ১৯, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জাহানারা জামান ২য় বিভাগ ফুটবল লীগে গতকাল সোমবার (১৮ জুলাই) কিশোর ফুটবল একাডেমী ৩-২ গোলে হারায় আমবাগান ক্লাবকে।বিজয়ী দলের পক্ষে মিজান,সোহাগ ও রিফাত ১টি করে গোল করেন।
বিজিত দলের পক্ষে রিপন ও মৃদুল ১টি করে গোল করেন।দিনের অন্য খেলায় শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ২-১ গোলে বিসমিল্লাহ স্পোর্টিং ক্লাবকে হারায়।
বিজয়ী দলের পক্ষে নাহিদ ও ইসমাইল ১টি করে গোল করেন।বিজিত দলের পক্ষে মুনির ১টি গোল পরিশোধ করেন।আজকের কাটাখালি ফুটবল একাডেমী ও আনার স্মৃতি সংসদ অংশ নেবে বিকেল ৪ টায়।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।