সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জালিমের শাসন থেকে মুক্তি: জামায়াত আমিরের দৃঢ় প্রত্যয় ও দেশের জন্য ত্যাগের আহ্বান

আপডেটঃ ১২:৩০ অপরাহ্ণ | ডিসেম্বর ০৩, ২০২৪

নিউজ ডেস্কঃ

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রসঙ্গ উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উগ্রবাদী গোষ্ঠী তাদের পাতানো ফাঁদে জনগণকে ফেলতে পারেনি। সোমবার ঝালকাঠির পূর্ব চাঁদকাঠিতে আয়োজিত জেলা জামায়াতের এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গত সাড়ে ১৫ বছরের স্বৈরশাসন থেকে মুক্তি পাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই।ক্ষমতায় গেলে আমরা জনগণের সেবক হয়ে কাজ করব, মালিক হয়ে নয়।তিনি ঝালকাঠি ও পিরোজপুরের ঐতিহ্যবাহী ইসলামী মারকাজে দোয়া নিতে উপস্থিত হন।

পিরোজপুরের স্বরূপকাঠিতে পথসভায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গণ-অভ্যুত্থানে বিতাড়িত হয়েছে।তাদের শাসনামলে মাওলানা সাঈদীসহ অনেক নিরীহ মানুষকে জুলুম-নির্যাতন করে হত্যা করা হয়েছে। জাতি আজ জালিমের হাত থেকে মুক্ত হয়েছে।

বরিশালের গৌরনদীতে পথসভায় তিনি বলেন, দেশের জন্য জীবন দেব, তবুও দেশের একমুঠো মাটিও কাউকে দেব না।দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের আকাশে এখনো কালো মেঘ ঘোরাফেরা করছে।

মাদারীপুরে এক পথসভায় তিনি বলেন, গত ১৫ বছর দেশের মানুষ খুন, গুম ও লুণ্ঠনের শিকার হয়েছে।যারা এসব কাজ করেছে, তারা জনগণের শাসক নয়, বরং নিজেদের শাসক দাবি করেছে।

এ সময় তিনি বিভিন্ন ইসলামী মারকাজ ও দরবার শরিফে দোয়া, কুশল বিনিময় এবং পথসভায় অংশ নেন।অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka