জাতীয় যুব তায়কোয়ানদো চ্যাম্পিয়নশীপ রাজশাহীর নাফিসা তাবাসসুম চ্যাম্পিয়ন
আপডেটঃ ১১:০২ পূর্বাহ্ণ | মার্চ ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে তায়কোয়নদো প্রতিযোগিতায় +৫২ কেজি তরুণী ইভেন্টে রাজশাহী বিভাগের পক্ষে গত মঙ্গলবার ফাইনালে খেলতে নেমে নাফিসা তাবাসসুম ২২-২১ পয়েন্টে চট্টগ্রাম বিভাগের ভানঠাপার বম’কে হারিয়ে স্বর্ণ পদক বিজয়ী হন।উল্লেখ্য যে, গত ২০২২ সালে রাজশাহী জেলা তায়কোয়নােদা প্রতিযোগিতায় +৫২ কেজি তরুণী ইভেন্টে স্বর্ণ অর্জন করেন ও ২০২৩ সালে রাজশাহী বিভাগীয় তায়কোয়নােদা প্রতিযোগিতায় +৫২ কেজি ওজন শ্রেনীতে তরুণী বিভাগে স্বর্ণ পদক অর্জন করেন।নাফিসা রাজশাহীর সমাজকর্মী এডভোকেট কায়সার পারভেজ মেহেদী ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (লিগ্যাল) এডভোকেট দিল সিতারা চুনির কন্যা।
স্বর্ন পদক অর্জন করায় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার পৃথক পৃথক বাার্তায় তাকে আন্তরিক শুভেচ্ছা জানান সেই তার দীর্ঘায়ু জীবন কামনা করেছেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।