সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জাতীর ঘাড়ে পাথরের মত বসে থাকা স্বৈরশাসকদের পতনের শপথ:

আপডেটঃ ১:৩৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- ১৭ বছর ধরে জাতীর ঘাড়ে পাথরের মত পা চাপা দিয়ে থাকা স্বৈরশাসক দূনীতিবাজ লুটেরা ভোট চোর সরকারকে নামানোর আহবান জানিয়ে রাত আটটায় রাজশাহী নগরীর ঈদগাহ ময়দান সংলগ্ন রাস্তায় স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের রাজশাহী বিভাগীয় রোডমার্চ শেষ হলো।গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে বগুড়া থেকে বিশাল পথ পাড়ি দিয়ে সন্ধ্যায় পৌছে রোডমার্চের বহর।দুপুরের পর থেকেই নেমে আসে নগরীর ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় মানুষের ঢল।বগুড়া থেকে শত শত গাড়ির বহর নিয়ে একশো কিলোমিটারের বেশী পথ পাড়ি দিতে গিয়ে রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষের অভিনন্দনে অভিভূত হন রোডমার্চে অংশগ্রহনকারীরা।রাজশাহীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাবিশ্বে উপেক্ষিত সরকারকে আর সময় দেয়া যায়না।তাদের পাপের ভার পূর্ন হয়ে গেছে।

এরা আবারো ক্ষমতায় টিকে থাকার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে।তারা জেল, জুলুম, হত্যা নিয়ে মেতে উঠেছে।গণতন্ত্রের মা খালেদা জিয়াকে সাজানো রায় দিয়ে বন্দী রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।তার সুচিকিৎসার ব্যবস্থা করতে দিচ্ছেনা।আমরা অন্দোলন করছি দেশের মানুষের অধিকার আদায়ের জন্য।গণতন্ত্রের জন্য।যে কারনে মুক্তিযুদ্ধ করেছিলাম।

আজ সর্বত্র স্বৈরতন্ত্র।সর্বত্র দলীয় করন।ওদের লুটপাটের কারনে আজ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।রোডমার্চ নিয়ে আসার সময় সাধারন মানুষ থামিয়ে বলেছেন তাদের কষ্টের কথা।আজ তারা আলু ভর্তা ভাত ও খেতে পারেনা।তিনি বলেন, আর সময় নেই।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ফয়সালা হবে রাজপথে।

স্বৈরশাসকের পতনে রাজপথে সর্বশক্তি নিয়ে যুবদল, স্বৈচ্ছাসেবক দল, ছাত্রদলের তারুন্যের ঝলকানিতে গর্জে উঠতে হবে।বাংলাদেশকে আরেকবার মুক্ত করতে হবে।সামনে যে কর্মসূচি আসছে তা পালনের মধ্যদিয়ে এ অবৈধ লুটেরা সরকার বিদায় হবে।তাদের নিশি রাতের ভোটের স্বপ্ন দু:স্বপ্ন রয়ে যাবে। চারঘাটের এক ওসির কথা তুলে ধরে বলেন মন্ত্রী তাকে এখানে এনেছেন তার ভোট করার জন্য।

এসব করে লাভ হবেনা।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, পাড়া মহল্লায় লুটেরা জুলুমবাজদের তালিকা করেন।তাদের জুলুমের বিচার বাংলার মাটিতে হবে।এসরকার টিকে আছে পোষমানা দলকানা স্বপথবদ্ধ বিচারক আমলা, পুলিশ আর তাদের গুন্ডা বাহিনী দিয়ে।এদের দিকে নজর রাখুন।তাদের আমলনামা নোট করে রাখবেন।

সেদিন আর বেশী দূরে নয় যেদিন এদের জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে।সাধারন জনতা এসব জুলুমবাজদের বিচার করবে একদিন।এছাড়াও তিনি রোডমার্চে অংশগ্রহনকারী স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোশে বলেন তোমরা রাজপথে প্রাচীর গড়ে তোলো।ওরা পালাবে।তারেক রহমানের শ্লোগান টেক ব্যাক বাংলাদেশ।

তা ধারন করে বাংলাদেশকে ফের মুক্ত করতে হবে।সমাবেশে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর আহবায়ক এ্যাড, এরশাদ আলী ঈশা, সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ অন্য নেতৃবৃন্দগন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।