সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জমির বিরোধ নিয়ে কৃষক কে পিটিয়ে হত্যা

আপডেটঃ ১২:০৮ অপরাহ্ণ | নভেম্বর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আইন উদ্দিন (৩৮) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। শুক্রবার বিকেল ৩টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছিল। আইন উদ্দিন ওই গ্রামের গ্রামের ইছাম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় তার ভাই মাইনুদ্দিন এবং ভাবি সাথি আক্তার আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী রফিকুলের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল আইন উদ্দিনের। শুক্রবার বিকেলে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এর জেরে বিকেল ৩টার দিকে রফিকুলের নেতৃত্বে বহিরাগত ২০-২৫ জন দেশীয় অস্ত্রধারী লোক নিয়ে আইন উদ্দিনের বাড়িতে হামলা করে।

এসময় বাধা দিতে গেলে লাঠি দিয়ে পিটিয়ে আইন উদ্দিনকে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

IPCS News : Dhaka : তাজুল ইসলাম বাদল : নরসিংদী।