জমির বিরোধে রাজশাহীতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
আপডেটঃ ১২:০৮ অপরাহ্ণ | জানুয়ারি ২৯, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজশাহীতে দিনে-দুপুরে জহুরুল ইসলাম নামের এক শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে এক দূর্বৃত্য।২৮ জানুয়ারি শুক্রবার দুপুরে নগরের ১৯ নং ওয়ার্ডের ভদ্রা রেল কলোনীতে একটি ধানের জমিতে এ ঘটনা ঘটে। রেলের জমিতে ধান লাগানো কেন্দ্র করে প্রতিপক্ষ মতিয়ার তাকে কুপিয়ে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।নিহত জহুরুল ইসলাম রেলওয়ের চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনের পোর্টাল পদে কর্মরত ছিলেন।তিনি রাজশাহী শ্রমিক লীগের ওপেন লাইন শাখার সহ-সভাপতি এবং ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।আর ঘাতক মতিয়ার রেলওয়ে পশ্চিম রাজশাহীর সিপিএম অফিসের অফিস সহায়ক।শুক্রবার দুপুরে রেলের ওই জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে কথাকাটা কাটির এক পর্যায়ে সজীব তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ইমরান আলী বেলন, জহুরুল ও সজীব দুইজনেই রেলওয়ের কর্মচারি।
কয়েক বছর ধরে ওই জমিটি তার দুইজনে চাষাবাদ করতো।এ বছর জহুরুল একাই জমিটিতে ধান লাগাতে গেলে দ্বন্দ্ব বাধে।সে দ্বন্দ্বের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় সজীবের বাবা মতিয়ারকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
IPCS News : Dhaka :