সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জন্ম-বার্ষিকীতে গভীর শ্রদ্ধায় মরহুমা জাহানারা জামানকে স্মরণ, পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাত

আপডেটঃ ৭:০০ অপরাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০২১

নিউজ ডেস্কঃ

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনার সহধর্মিনী মরহুমা জাহানারা জামানের জন্মবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে।গত রবিবার(২৬ ডিসেম্বর) বিকেলে কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মরহুমা জাহানারা জামানের কবর জিয়ারত করেন তাঁদের সুযোগ্যপুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভা-পতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।জন্মবার্ষিকী উপলক্ষ্যে মরহুমা জাহানারা জামানের কবরে পরিবার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মরহুমা জাহানারা জামানের দৌহিত্র, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

এরপর পর্যায়ক্রমে রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, বিএমডিএ কর্মচারী ইউনিয়ন, রাজশাহী মহানগর ছাত্রলীগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ, বারিন্দ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ ও ও অন্যান্য ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় অন্যদের মধ্যে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।