জনবান্ধব পুলিশ গড়ার প্রত্যয়: ডিবি প্রধান
আপডেটঃ ১:০৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।তিনি বলেন, পুলিশ ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠলে একটি সুন্দর সমাজ নির্মাণ সম্ভব।শনিবার সকালে চকবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।চকবাজার মডেল থানা এলাকার সম্মানিত নাগরিকদের সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়।ডিবি প্রধান বলেন, “পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে।অন্যায় যেই করুক, তাকে আইনের আওতায় আনা হবে।আমরা আইন রক্ষার দায়িত্ব পালনে বদ্ধপরিকর।জনগণ ও পুলিশ একে অন্যের পরিপূরক।আমাদের লক্ষ্য হলো জনবান্ধব পুলিশ হয়ে উঠা।তিনি আরও বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, তা নতুন করে গড়তে চাই।এ জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।আমরা জনগণের পাশে থেকে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি।
অনুষ্ঠানে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ৫ আগস্টের পর থেকে পুলিশে অনেক পরিবর্তন এসেছে।এই পরিবর্তন সামগ্রিকভাবে জনকল্যাণমুখী হবে।পুলিশের পেশাগত কার্যক্রম আরও উন্নত করতে নাগরিকদের সুচিন্তিত পরামর্শ প্রয়োজন।তিনি আরও যোগ করেন, যেকোনো সমস্যার সমাধান পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগে সহজতর করা সম্ভব।
আমরা আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না।আমাদের একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা।সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা পুলিশকে নিজেদের পাশে পেয়ে তাদের সমর্থন ও পরামর্শ প্রদান করেন।
IPCS News : Dhaka :