জএফএ অনুর্ধ-১৪ চুড়ান্ত পর্বের জাতীয় নারী ফুটবল মাগুরার রিমার হ্যাট্রিক
আপডেটঃ ৭:১৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৪, ২০২১
নিউজ ডেস্কঃ
মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ কাপ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ চুড়ান্ত পর্বের খেলায় গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাগতিক রাজশাহী ৪-০ গোলের বিরাট ব্যবধানে সফররত খুলনা জেলাকে হারিয়েছে।বিজয়ী দলের পক্ষে সংক্রান্তিবালা ১,অর্চনা ১,তাহমিনা ১ ও কনূফুলি ১টি করে গোল করে।দিনের অন্য খেলায় রিমার হ্যাট্রিকের সুবাদে মাগুরা জেলা ৮-০ গোলের বিশাল ব্যবধানে ফরিদপুর জেলাকে হারায়।বিজয়ী দলের পক্ষে অর্পিতা ১টি, রিমা ৪টি, সোনিয়া ২টি ও ইসিতা ১টি গোলে করে।আজকের খেলায়, ক্সবাজার,ব্রাভনবাড়িয়া, ময়মসসিংহ ও পঞ্চগড় জেলা অংশ নেবে
IPCS News Report : Dhaka: বাবুল,রাজশাহী।