সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্রে ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্টিত

আপডেটঃ ১২:৪৩ অপরাহ্ণ | জুন ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২-২৩ সেশনের স্নাতক ১ম বর্ষ/ লেভেল-১ কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা স্ব স্ব বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গত শনিবার (১৭ জুন) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্রের বিভিন্ন ভবনসমূহে “ক” গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর সাড়ে১২টায় শেষ হয়েছে।এছাড়াও “খ” গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে শেষ হয়।এবারের ভর্তি পরীক্ষায় চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্রে অংশগ্রহণের জন্য ২৪ হাজার ৯৮০ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল।এদের মধ্যে ভর্তি পরীক্ষায় সর্বমোট ৮৩.২১ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।যার মধ্যে রুয়েট কেন্দ্রে ৮৫.০৫ শতাংশ, কুয়েট কেন্দ্রে ৮৩.৪৩ শতাংশ ও চুয়েট কেন্দ্র ৮১.১৮ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।

এদিকে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান রুয়েট কেন্দ্রের পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন।এসময় রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও লোকাল ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ-উজ-জামান উপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার, রোভার স্কাউট সদস্যরা নিয়োজিত ছিলো।সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় চুয়েট,কুয়েট ও রুয়েটের ক্যাম্পাস হয়ে উঠেছিল মূখরিত।ভর্তি পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল অনুষদের ডীন ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও লোকাল ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. সেলিম হোসেন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।