শনিবার ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চিন প্রদেশের ৮০ শতাংশ দখলে নিল বিদ্রোহীরা

আপডেটঃ ১২:১১ অপরাহ্ণ | ডিসেম্বর ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহীরা তাদের কার্যক্রম আরও জোরদার করেছে। ভারতের মণিপুর সীমান্তঘেঁষা চিন প্রদেশের প্রায় ৮০ শতাংশ এলাকা এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে।অং সান সু চির সমর্থক ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট পরিচালিত সংবাদমাধ্যম দ্য ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।চিন প্রদেশে বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে চিন ব্রাদারহুড নামে একটি সশস্ত্র গোষ্ঠী।রাখাইনের আরাকান আর্মি তাদের অস্ত্র, গোলাবারুদ এবং রসদ দিয়ে সহায়তা করছে।

চিন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং জানিয়েছেন, দক্ষিণ চিন প্রদেশকে তারা জান্তার কবল থেকে মুক্ত করেছে।বর্তমানে কেবল উত্তরাঞ্চলের ফালাম এলাকায় কিছু জান্তা বাহিনী অবস্থান করছে, যেখানে বিদ্রোহীদের হামলা অব্যাহত রয়েছে।চিন ব্রাদারহুডের অধীনে ইয়াও ডিফেন্স ফোর্স, ইয়াও আর্মি এবং মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্সসহ তিনটি সশস্ত্র সংগঠন রয়েছে।ইতোমধ্যে মিন্দাত শহর থেকে ১৩ জন রাজনৈতিক বন্দিকেও মুক্ত করেছে তারা।

বিদ্রোহীরা জানিয়েছে, দক্ষিণ চিন প্রদেশের রাজধানী হাকহা, ফালাম, টেদিম এবং থান্টলাঙ শহরে কিছু জান্তা বাহিনী অবস্থান করছে, তবে পালেতোয়া, মাটুপি, কানাপেলেট, মিন্দাত এবং টোনজাং শহরগুলোতে জান্তার পুরোপুরি পতন ঘটেছে।শুক্রবার আরাকান আর্মি রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে।এর ফলে জান্তা সরকার দ্বিতীয়বারের মতো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারায়।

মিয়ানমারের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।বিদ্রোহীদের তীব্র প্রতিরোধ এবং সামরিক জান্তা সরকারের নিয়ন্ত্রণ হারানোয় দেশটির রাজনৈতিক ও সামরিক অচলাবস্থা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

IPCS News : Dhaka :