সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চিত্রনায়িকা পরীমনি জামিনে কারামুক্ত হলেন

আপডেটঃ ২:৩৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০১, ২০২১

নিউজ ডেস্কঃ

১ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি জামিনে কারামুক্ত হয়েছেন।সাদা পোশাকে কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীমনিকে।৩১ আগস্ট মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিনের আদেশ দেন।মঙ্গলবার ৩১ আগস্ট রাতে আদালত থেকে পরীমনির জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায় বলে জানান,কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ শাহ শরীফ।আদালতের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বুধবার সকাল সাড়ে ৯ টায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে পরীমনিকে।কারা ফটকে এ সময় পরীমনির স্বজনরা উপস্থিত ছিলেন।র‌্যাব গত ৪ আগস্ট বিকেলে অভিযান চালায় পরীমনির বনানীর বাসায়।

এ অভিযানে পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।সেই সাথে ওইদিন রাত সোয়া ৮টার দিকে বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় র‌্যাব সদর দপ্তরে।পরে বনানী থানায় মাদক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে।

সেই মামলায় গত ৫ আগস্ট পরীমনিকে ১ম দফায় ৪ দিন, ১০ আগস্ট দ্বিতীয় দফায় ২ দিনেরও রিমান্ডে পাঠান আদালত।পরে ১৩ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল পরীমনির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদেশ-অনুযায়ী ওইদিন সন্ধ্যা ৭টার দিকে প্রিজন ভ্যানে করে পরীমনিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।গত ১৯ আগস্ট তৃতীয় দফায় পরীমনিকে এক দিনের রিমান্ডে ঢাকায় নেওয়া হয়।

রিমান্ড শেষে ২১ আগস্ট পুনরায় পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।

IPCS News Report : Dhaka: