সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চাকুরী জাতীয়করণের দাবীতে দিনাজপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সম্মেলন অনুষ্ঠিত

আপডেটঃ ২:৫৫ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৪, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- শিক্ষক-কর্ম-চারীদের চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে ও অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ঢাকায় মহা অবস্থান ধর্মঘট সফল করার লক্ষে দিনাজপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর-২০২২) বেলা ১২ টায় শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলাম।

এ সময় তিনি আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস-২০২২ উপলক্ষে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের মহাঅবস্থান ধর্মঘট সফল করার আহ্বান জানান।

সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল করিম, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী মোঃ আব্দুর রহিম, স্কুল শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, কর্মচারী ফেডারেশন জেলা শাখার সভাপতি মোঃ ইছহাক আলী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মওলা, স্কুল শিক্ষক সমিতি কাহারোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রোস্তম আলী প্রমূখ।

সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ মামুনুর রহমান, ফেডারেশন নেতা মোঃ জাহিদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : মাহবুবুল হক খান : দিনাজপুর।