সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চাঁ, নবাবগঞ্জের গোমস্তাপুরের সাত ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

আপডেটঃ ১২:৪৭ অপরাহ্ণ | অক্টোবর ০৯, ২০২১

নিউজ ডেস্কঃ

আগামী ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৭টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে।বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।যারা মনোনীত হয়েছেন তারা হলেন-গোমস্তাপুরে বর্তমান চেয়ারম্যান জামাল উদ্দিন মণ্ডল, বোয়ালিয়ায়- সাবেক চেয়ারম্যান শফিকুল আমীনের ছেলে সামিউল ইসলাম, আলিনগরে-বর্তমান চেয়ারম্যান তরিকুল ইসলাম, বাংগাবাড়ীতে-বর্তমান চেয়ারম্যান সাদেরুল ইসলাম, রহনপুরে-শিক্ষক তোফিজুল ইসলাম, রাধানগরে-বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ, পার্বতীপুরে-বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলী খান।উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া।এ তালিকায় গোমস্তাপুর উপজেলার সাতটি ইউনিয়ন রয়েছে।

IPCS News Report : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।