সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জ গণপিটুনিতে দুই সহদর ডাকাতের মূত্যু

আপডেটঃ ১:৩৯ অপরাহ্ণ | অক্টোবর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ

– চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। বুধবার ৩০ অক্টোবর দিবাগত রাত ৮টার দিকে জেলার ভোলাহাট উপজেলার খাপানির বিল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুই ডাকাতদ্বয় হচ্ছেন আপন দুই ভাই।তারা জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর কামারপাড়া গ্রামের হবিবুর রহমান হবুর দুই ছেলে ইয়াকুব আলী (২২) ও আলমগীর হোসেন (২৫)।
গণপিটুনিতে  নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ শাহীনুর রহমান ও জামবাড়িয়া ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়া।স্থানীয়রা জানান, ৮ টার দিকে খাপানির বিল এলাকায় মহাসড়কে একটি অটোরিকশায় কয়েকজন নারী যাচ্ছিলেন। এসময় অটো থামিয়ে কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় ডাকাতরা। তাৎক্ষণিক ওই নারীদের চিৎকারে পাশের নরশিয়া ও বড় জামবাড়িয়া এলাকার লোকজন ছুটে আসে।এসময় ডাকাতরা পালানোর চেষ্টা করে। ডাকাতরা রাতের অন্ধকারে একটি পুকুরে ঝাঁপ দিয়ে পানিতে লুকিয়ে যায়। এক পর্যায়ে পুকুরের পাশের একটি আমগাছে উঠে নিজেদের আড়ালের চেষ্টা করে।
এসময় স্থানীয়রা জনগণ তাদের দেখতে পেয়ে গাছ থেকে নামিয়ে গণপিটুনি দেয়।এতে ঘটনাস্থলেই দুই ডাকাত দুই সহদরের মৃত্যু হয়।এসময় আরও কয়েকজন ডাকাত সদস্য পালিয়ে যায়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।স্থানীয়রা আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত।ভোলাহাট থানার অফিসার ইনচার্জ শাহীনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  সরকারি জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।