সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে ছু’রিকাঘাতে নি’হত ২, আহত ৪

আপডেটঃ ১১:০৮ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মল্লিকপুরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের কাছে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত এবং চারজন আহত হয়েছেন।নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মল্লিকপুর হাটিতে স্থানীয় বিএনপি নেতার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ বাঁধে।এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়।এতে খলসি গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ (২০) এবং চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৫) নিহত হন।আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা রাতের অন্ধকারে দেয়ালে “জয়বাংলা” স্লোগান লিখছিলেন, যা সংঘর্ষের কারণ হতে পারে।মাসুদ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি ও নাচোল উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন এবং রায়হান ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

IPCS News : Dhaka : রাজশাহী।