সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে জমি দখলে গাছপালা নিধন

আপডেটঃ ৬:০৭ অপরাহ্ণ | জুলাই ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- মোটা অঙ্কের চাঁদাদাবি করে না পাওয়ায় রাজশাহীতে এক সরকারি কর্মকর্তার ভোগ দখলীয় জমি দখলের পাঁয়তারা শুরু করেছে স্থানীয় একটি মাদকাসক্ত চক্র।ইতিমধ্যে বাউন্ডারি দেওয়া জমিতে লাগানো গাছপালা কেটে ফেলেছে তারা।এছাড়া।সীমানা প্রাচীরের গেটের তালা ভেঙে মাদকাসক্তরা সে গেটে নিজেদের তালাও লাগিয়ে দিয়েছে।এ অবস্থায় আইনি হস্তক্ষেপ কামনা করছেন জমির মালিক সরকারি ওই কর্মকর্তা।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে তিনি থানা পুলিশকে অবহিত করেছেন।আদালতে মামলা দায়েরের প্রস্তুতিও নিয়েছেন।জমির মালিক রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার বাসিন্দা ও বাংলাদেশ ব্যাংকের রাজশাহীতে কর্মরত কর্মকতা মো. বদর উদ্দিন।তিনি মৃত মোজাম্মেল হকের ছেলে।

জমির মালিক বদর উদ্দিন জানান, তিনি নগরীর মতিহার থানা এলাকার মির্জাপুর মোৗজায় (বিনোদপুর) হনুফার মোড়ে ২০১১ সালের ১২ ডিসেম্বর নিষ্কন্টক ৮ শতাংশ জমি ক্রয় করেন।মৃত্যু ওবায়দুর রহমানের স্ত্রী মোসাম্মাৎ রহিমার কাছ থেকে জমিটি (যার খতিয়ান-জেএল-১৫০, আর এস ৩১৬, দাগ নম্বর-১২২, সিটি করপোরেশন হোল্ডিং নম্বর-৫৩০/১) ক্রয় করেন।

এরপর তিনি জমিটির দখল বুঝে নিয়ে সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করে ভেতরে গাছ লাগান।তার জমিতে আম, মহগনি, কলা, পেঁপে ও সজনে বাগান গড়ে তুলেন।তবে হঠাৎ করে শবিবার দুপুরে তার সীমানা প্রাচীরের গেটের তালা ভেঙে স্থানীয় একটি চক্র ভেতরে প্রবেশ করে সব গাছপালা কেটে সাবাড় করে।

বদর উদ্দিন অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে ওই এলাকার মৃত হারুন মন্ডলের ছেলে মো. মিঠু, মৃত জামালের ছেলে সেকেন্দার, মৃত ফকির শেখের ছেলে শামিম ওরফে কালু, নেকের উদ্দিনের ছেলে মাহাবুল ও মৃত রহমানের ছেলে রায়হান তার কাছে বিভিন্নভাবে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলো।

তবে তিনি চাঁদা দিকে অস্বীকার করায় গত শনিবার বেলা ১১ টার দিকে তার জমির গাছপালা কেটে সাবাড় করা হয়।সীমানা প্রাচীরের গেটের তালা ভেঙে তাদের নিজেদের তালা ঝুলিয়ে দিয়েছে।বদর উদ্দিন অভিযোগ করেন তারা সবায় মাদকাসক্ত ও এলাকায় বখাটে হিসেবে পরিচিত।রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জমির সীমানা প্রাচীরে নতুন তালা দেওয়া।

ভেতরে গাচপালা কেটে ফেলা হয়েছে।কলা ও সজনের গাছ নস্ট করে তারা গাছের কলা, পেঁপে ও সজনে নিয়ে গেছে।আম গাছও গোড়া থেকে কেটে দিয়েছে।এলাকাবাসী জানান, স্থানীয় একদল মাদকাসক্ত মাস্তান শনিবার দলবেধে এসে জমির গাছ পালা কেটে সাবাড় করেছে।

বদর উদ্দিন বলেন, তারা তালাও লাগিয়েছে।গাছপালা কেটে জমিটি দখলের পাঁয়তারা করছে।তিনি আদালতের সরনাপন্ন হয়েছেন।তিনি জানান, বিষয়টি নগরীর মতিহার থানা পুলিশকেও অবহিত করা হয়েছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।