সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চলতি সপ্তাহে শীত জেঁকে বসবে, তাপমাত্রা কমার পূর্বাভাস ?

আপডেটঃ ১০:৫৬ পূর্বাহ্ণ | নভেম্বর ২৩, ২০২৪

চলতি সপ্তাহে জেঁকে বসবে শীত

নিউজ ডেস্কঃ

রাজশাহী প্রতিনিধি: সারা দেশে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে এবং চলতি সপ্তাহেই শীত জেঁকে বসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী শনিবার (২৩ নভেম্বর) দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।আবহাওয়ার পরিস্থিতি:আবহাওয়ার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অবস্থায় ২৩ নভেম্বর থেকে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।

তাপমাত্রা ও কুয়াশার প্রভাব:

  • ২৩ নভেম্বর শনিবার: সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা।
  • ২৪ নভেম্বর রোববার: আবহাওয়া শুষ্ক থাকবে এবং কুয়াশার পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।
  • ২৫ নভেম্বর সোমবার: সারাদেশে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার পরিবর্তন:
সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

উত্তরাঞ্চলে শীতের তীব্রতা:
বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের তীব্রতা বাড়তে পারে। রাতের তাপমাত্রা দ্রুত কমার পাশাপাশি ঘন কুয়াশার কারণে ভোরের সময় দৃশ্যমানতা হ্রাস পেতে পারে।সবার প্রতি পরামর্শ, ঠান্ডা ও কুয়াশার প্রভাব থেকে সুরক্ষিত থাকতে গরম কাপড় ব্যবহার করুন এবং প্রয়োজন ছাড়া রাতে ঘরের বাইরে না যাওয়ার চেষ্টা করুন।

IPCS News : Abul Kalam Azad :Rajshahi