সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ঘরে ফেরা হল না “প্রবাসী ভাইটির”

আপডেটঃ ৩:২১ অপরাহ্ণ | জুন ১৯, ২০২২

নিউজ ডেস্কঃ

নবাবগঞ্জ:- ঘরে ফেরা হল না “প্রবাসী ভাইটির”।ফজরের নামাজের সময় প্রবাস ফেরত নাম না জানা ভাইটির গাড়িটা এক্সিডেন্ট করে বাগমারা প্যারাগন হাসপাতালের সামনে।ঘটনা-স্হলেই ২ জন মারা গেছে বলে জানা যায়, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না —– ইলায়হি রাজিউন)।

এর মাঝে প্রবাস ফেরত ভাইটিও রয়েছেন।গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা গুরুতর আহত হয়েছে।ঢাকা থেকে নবাব-গঞ্জের দিকে আসা গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা খায়।জানা ঘেছে প্রবাস ফেরত এই ভাইটির বাড়ি, রায় পাড়া, খালপাড়, দোহার, ঢাকা।তথ্য ও ছবি, জাকির হোসেনঃ

IPCS News : Dhaka : মনির হোসেন : (বি. বি. সি.) টিকরপুর : নবাব-গঞ্জ : ঢাকা।