সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গেটম্যানের বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ট্রেনের তিন শতাধিক যাত্রী

আপডেটঃ ১২:০৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৩, ২০২২

নিউজ ডেস্কঃ

 রাজশাহী প্রতিনিধি:- পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে একটি ব্রিজে রেললাইন ভাঙা থাকায় লাল কাপড় দিয়ে সংকেতে দিয়ে ট্রেনটি থামান রেলওয়ের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন।এতে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রনটিসহ ট্রেনের তিন শতাধিক যাত্রী।আড়ানী স্টেশনের অদুরে বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে রেললাইন ভাঙা দেখতে পেয়ে গেটম্যান লায়েব উদ্দিন।তিনি দ্রুত স্থানীয়দের সহযোগিতায় লাল কাপড় উড়িয়ে রাজশাহীগামী উত্তরা ট্রেনটিকে দেখিয়ে থামানোর সংকেত দেন সংকেত পেয়ে ট্রেন চালক ভাঙা স্থান থেকে ট্রেনটি প্রায় ৫০০ মিটার দূরে ট্রেনটি থামান।ট্রেনটিতে থাকা প্রায় তিন শতাধিক যাত্রী দুর্ঘটনা হতে রক্ষা পান।

আড়ানী রেল স্টেশন মাষ্টার সদরুল আলম জানান, রাজশাহী রুটের বাঘা উপজেলার আড়ানী বড়াল নদীর ব্রিজের পশ্চিম দিকে প্রায় নয় ইঞ্চি রেললাইন ভাঙা দেখতে পায় আড়ানী-পুঠিয়া সড়কের রেলের অস্থায়ী গেটম্যান লায়েব উদ্দিন।

বিষয়টি তাকে অবগত করার আগেই রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস আড়ানী স্টেশন ছেড়ে চলে যায়।এ সময় দ্রুত লায়েব উদ্দিন স্থানীয়দের সহযোগিতায় লাল কাপড় উড়িয়ে ট্রেনটিকে থামিয়ে দেয়।ট্রেনটিতে তিন শতাধিক যাত্রী ছিল।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার বলেন, ৯টা ১২ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।এতে পাঁচটি ট্রেন আটকা পড়ে।লাইন মেরাতম করার পর ট্রেন চলাচল সাভাবিক হয়েছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।