সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গাজীপুর ৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী “জনাব আলম আহমেদ”

আপডেটঃ ৬:২৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

ঢাকা:- গতকাল ২ সেপ্টেম্বার শনিবার সুধী-সমাবেশে গাজীপুর ৪ আসনের কৃষকলীগের সকল স্হানীয় নেতৃ-বৃন্দুসহ “জনাব আলম আহমেদ” সমাবেশে যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করেছেন।সেই সাথে সকল নেত্রী-বৃন্দুকে সম্মীলিত ভাবে কাজ করে মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে আরো শক্তীশালী করার আহ্বান জানান তিনি।

গাজীপুর ৪ আসনের আওয়ামীলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, ওঅন্যান্য সহযোগী সংগঠনসহ গাজীপুর কাপাসিয়ার সর্বস্তরের জনগন “জনাব আলম আহমেদ”কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে (এমপি প্রার্থী হিসেবে) পেতে চায়।সেই সাথে জনাব আলম আহমেদ জনগনের সেবক হয়ে তাদেরকে সাথে নিয়ে দেশ ও দেশের জনগনের কাজে নিজেকে উৎসর্গ করতে চান।

IPCS News : Dhaka :