রবিবার ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক

আপডেটঃ ১২:০৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ

গাজীপুর, ৮ ফেব্রুয়ারি: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হওয়া শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ শনিবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এতে অংশ নেবেন। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারাদেশের আপামর ছাত্রজনতা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।’

অন্যদিকে, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শনিবার সকাল সাড়ে ১০টায় ডিসি অফিস চত্বরে আরেকটি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গাজীপুরে শিক্ষার্থীদের ওপর খুনি আ ক ম মোজাম্মেল ও জাহাঙ্গীর এবং আওয়ামী দোসরদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অবিলম্বে বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষদিন, আমরা আসছি…।’জানা গেছে, শুক্রবার রাতে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানোর সময় হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী।এতে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহতদের মধ্যে রয়েছেন শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সौरভ (২২), কাশেম (১৭) ও হাসান (২২)।

এই ঘটনার পর থেকে গাজীপুরে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

IPCS News : Dhaka :