সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গাজায় যুদ্ধাপরাধের দায়ে নিজ দেশের সমালোচনায় ইসরায়েলের সাবেক মন্ত্রী

আপডেটঃ ১০:৩২ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ

টানা ১৪ মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের নিরবচ্ছিন্ন সামরিক অভিযান চলছে। এই হামলায় প্রাণ হারিয়েছেন ৪৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। হামলার লক্ষ্যবস্তু থেকে রেহাই পায়নি গাজার স্কুল, মসজিদ ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও। ইসরায়েলের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক মহল যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছে।

এই পরিস্থিতিতে ইসরায়েলের ভেতর থেকেও সমালোচনার সুর উঠতে শুরু করেছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন গাজায় চলমান হামলাকে সরাসরি যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ালন তার মন্তব্যে বলেছেন, গাজায় যা ঘটছে, তা শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং জাতিগত নির্মূলের উদাহরণ। ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ালন বলেন, “গাজার ঘটনা আমাদের কাছ থেকেও লুকানো হচ্ছে। যা ঘটছে, তা কোনোভাবেই ন্যায্য নয়। এটি যুদ্ধাপরাধ।” তিনি আরও জানান, বর্তমান সরকার উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নতুন বসতি স্থাপনের পরিকল্পনা করছে।

তবে, ইয়ালনের এই বক্তব্যকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল লিকুদ পার্টি ‘মিথ্যা প্রচারণা’ হিসেবে অভিহিত করেছে। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র বলেন, “ইসরায়েল সব সময় আন্তর্জাতিক আইন মেনে কাজ করে। ইয়ালনের এই মন্তব্য দুঃখজনক এবং ভিত্তিহীন।” বিশেষজ্ঞদের মতে, গাজায় চলমান সংঘাত কেবল মানবিক সংকট সৃষ্টি করছে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও চাপ সত্ত্বেও এই সংঘাত বন্ধের কোনো ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না।

IPCS News : Dhaka