সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গণতন্ত্র ধ্বংস করেছে শেখ হাসিনা: সরদার সাখাওয়াত হোসেন বকুলের অভিযোগ

আপডেটঃ ১২:০৮ অপরাহ্ণ | নভেম্বর ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- বিএনপির কেন্দ্রীয় নেতা এবং মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল অভিযোগ করেছেন যে, গত ১৬ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতন্ত্র ধ্বংস করে দেশের প্রতিটি অঙ্গনে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছে।শনিবার (১৬ নভেম্বর) নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।সরদার সাখাওয়াত বলেন, দেশের জনগণ এখনো ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আস্থা রাখে এবং প্রত্যাশা করে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করে ক্ষমতা গ্রহণের সুযোগ পাবে।

জনসমাবেশে বক্তারা বলেন:
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির এবং সঞ্চালনা করেন গোতাশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দুলন, বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট এম.এ কাদের জলিল, এবং যুবদল নেতা সোহাগ।

বক্তারা আরো উল্লেখ করেন, বর্তমান অনির্বাচিত সরকার দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না।জনগণের দাবি পূরণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা জরুরি।সার্বিকভাবে বিএনপি নেতারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল: নরসিংদী