খেলাঘর আসর রাজশাহী জেলা কমিটির ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত
আপডেটঃ ১২:৩৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- খেলাঘর আসর রাজশাহী জেলা কমিটির ৪র্থ সম্মেলন শাহ মখদুম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার (১৬ ফ্রেরুয়ারী) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।উদ্বোধক ছিলেন খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাখমুদা নার্গিস রত্না।খেলাঘর আসর রাজশাহী জেলা কমিটির সভাপতি ডা. এফএমএ জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, কবিকুঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক রাজশাহী মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ আব্দুল মান্নান, রাবির সাবেক রেজিস্ট্রার আবদুস সালাম, বিশেষ অতিথি ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য গোবিন্দ বাগচী মৃণ্ময়।সঞ্চালনা করেন খেলাঘর আসর রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক আফতাব হোসেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।