খুব পরিচিত নামও আসছে পূজামণ্ডপে হামলার ঘটনায় : স্বরাষ্ট্রমন্ত্রী
আপডেটঃ ৪:৫২ অপরাহ্ণ | অক্টোবর ২৬, ২০২১
নিউজ ডেস্কঃ
দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা কিছু নাম বলেছেন, নিশ্চিত হয়ে শিগগিরই তা জানানো হবে।নোয়াখালীর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন নামও শুনবেন, যারা আপনাদের খুবই পরিচিত ব্যক্তি।তবে অপরাধী অপরাধীই।তাদের কোনো ছাড় নেই।বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।আসাদুজ্জামান খাঁন আরো মন্তব্য করেন, আধিপত্য বিস্তার, মাদকসহ কিছু বিষয় নিয়ে রোহিঙ্গাদের মধ্যে অশান্তি বিরাজ করছে।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।
IPCS News : Dhaka :