খিদিরপুরের ২৪নং চর আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মিল্ক কর্মসূচি” উদ্বোধন
আপডেটঃ ১১:২২ অপরাহ্ণ | মার্চ ২১, ২০২৩
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ২৪ নং চর আহম্মদপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে খিদিরপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহম্মেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া, খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার রশিদ বিপ্লব, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল হাসান।
আরো উপস্থিত ছিলেন, খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তি যুদ্ধা রমিজ উদ্দিন মাস্টার, প্রধান শিক্ষিকা জয়বুনেছা, সহ ইউপি সদস্য ও সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসয়ম স্বগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মোঃ মাহফুজ ভূঁইয়া।
প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণী সম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনের এই কর্মসূচি সপ্তাহে ৫ দিন করে ২০২৫ সাল পর্যন্ত চলমান থাকবে বলে জানা যায়।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদীর।