সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন

আপডেটঃ ১২:৪৩ অপরাহ্ণ | নভেম্বর ২২, ২০২১

নিউজ ডেস্কঃ

পাঁচটি রাজনৈতিক দল খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছে।রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, এর আগেও প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার ছোট ভাই একটা আবেদন করেছিলেন।সে আবদেন আমি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য পাঠিয়েছি এবং আইনমন্ত্রী যথাযথভাবে পার্লামেন্টের প্রশ্নোত্তরের সময় বিস্তারিত বলেছেন।তারা বলেছেন এটা মানবিক কারণে দেওয়া যায় কিনা, বিষয় টি আবারও বিবেচনা করার জন্য আমার কাছে আবেদন করেছেন।এটাও আমি যথাযথভাবে যেখানে প্রয়োজন সেখানে পাঠিয়ে দেব।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি না দিলে বিএনপি আন্দোলনের হুমকি দিয়েছে।বিএনপি দোয়া মাহফিল, মানববন্ধন করতে পারে, এমন কি রাজনৈতিক দল হিসেবে কর্মসূচিও দিতে পারে।

আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত থাকবে মানুষের জানমাল ও সম্পদ রক্ষার জন্য।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী অনেকগুলো উদাহরণ সৃষ্টি করেছেন।কোকোর মৃত্যুর খবর শোনে মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ে ছুটে গিয়েছিলেন তাকে সমবেদনা জানাতে।কিন্তু সেদিন খালেদা জিয়ার বাস-ভবনের গেটটিও খোলা হয়নি।

এসব ঘটনার সবই তারা জানেন।তারপরও তারা বলেছেন যে, একটা উদাহরণ সৃষ্টি করার জন্য যেন মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই।অতীতে তার সঙ্গে যেসব ঘটনাগুলো ঘটেছে, সেগুলো ভুলে গিয়ে মানবিক দিক থেকে বিবেচনা করে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দেয়া হয়।

IPCS News : Dhaka :