সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

খালিয়াজুড়ি উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বঙ্গবন্ধু জনপ্রশাসন-পদক–২০২২ পেলেন।

আপডেটঃ ৬:৩৬ অপরাহ্ণ | জুলাই ২৩, ২০২২

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনা খালিয়াজুরি উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা ও বর্তমান মদন উপজেলা কর্মরত কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান অর্থনৈতিক উন্নয়ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক -২০২২ পেলেন।২৩ শে জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও বঙ্গবন্ধু জন-প্রশাসন পদক ২০২২ উপলক্ষে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মন্ত্রী সভার সিনিয়র সদস্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছ থেকে মদন উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক 2022 গ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ডঃ আব্দুল মোমেন,জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন,সমাজ কল্যান প্রতিমন্ত্রী আসরাফ উদ্দিন খান খসরু, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী স ম রেজাউল করিম।

কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এ প্রতিনিধিকে জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও নেত্রকোনার সাবেক জেলা প্রশাসক আব্দুর রহমান স্যারের দিক নির্দেশনায় খালিয়াজুড়ি উপজেলার পতিত জমি নিবিড় তত্ত্বাবধানে হাওর অঞ্চলে চাষের আওতায় এনে এ পদক প্রাপ্ত হই।আমি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল কর্মকর্তা কর্মচারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জন-প্রশাসনের গুরুত্বপূর্ণ অবদান রেখে অর্থনৈতিক উন্নয়ন ক্যাটাগরিতে বঙ্গবন্ধু ও জন-প্রশাসন পদক ২০২২ পাওয়ায় মদন উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীসহ সচেতন মহলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।