সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ক্যাম্পাসে গেলেই নির্যাতিত ও আটক অন্ধকারে ফেরারি ছাত্রলীগের ভবিষ্যৎ

আপডেটঃ ১:৪৬ অপরাহ্ণ | অক্টোবর ২৮, ২০২৪

chatroleg ban

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে অন্ধকারময়।মাত্র আড়াই মাস আগে যারা শক্তিশালী রাজনৈতিক সংগঠনের সদস্য ছিলেন, আজ তারা আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছেন।আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের ফলে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়।রাজশাহী সরকারি মহিলা কলেজে পরীক্ষার সময় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তিনি সরকারের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিয়েছিলেন এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নামের তালিকা তৈরি করেছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমি বলেন, আমি এখন ফেরারির মতো ছুটছি।আমার কোন ভবিষ্যৎ নেই।

ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ এবং সরকারি চাকরিতে বিতর্কিত কোটাব্যবস্থা বাতিলের দাবিতে যে গণবিদ্রোহ শুরু হয়েছিল, তা রক্তাক্ত সংঘর্ষের দিকে নিয়ে গেছে।শেখ হাসিনা যখন ৭৭ বছর বয়সে দেশ ছেড়ে পালিয়ে যান, তখন ছাত্রলীগসহ আওয়ামী লীগের সদস্যরা হামলার শিকার হন।বর্তমানে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্লাসে বা পরীক্ষায় যেতে পারছেন না।

ক্যাম্পাসে তাদের ওপর নির্যাতন, হয়রানি এবং গ্রেফতারের ঘটনা বেড়েছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী শাহরিন আরিয়ানাকে ‘ভুয়া’ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।এসব ঘটনার ফলে ক্যাম্পাসে ছাত্রলীগের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর বিক্ষোভ আরও তীব্র হয়েছে।এখন ছাত্রলীগের সদস্যদের জন্য ক্যাম্পাস একটি বিপজ্জনক স্থান হয়ে দাঁড়িয়েছে, যেখানে তারা প্রতিদিন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।