সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কোটা বাতিলসহ ৩ দফা দাবিতে রাবি উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি

আপডেটঃ ১:৫৫ অপরাহ্ণ | নভেম্বর ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।বৃহস্পতিবার (৩১ অঅক্টোবর) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একদল শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের হাত এই স্মারকলিপি তুলে দেন।এছাড়াও আরও দুটি দাবি দলো, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বাতিল করতে হবে; সন্তান কোটা থাকলেও তা সর্বোচ্চ ১% করতে হবে এবং ভর্তি পরীক্ষার আবেদন ফি কমাতে হবে।স্মারকলিপিতে বলা হয়, আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়েছি, যার মধ্যে অন্যতম হলো অযৌক্তিক কোটা পদ্ধতি।এই কোটা বৈষম্যের প্রতিবাদেই বিগত জুলাই বিপ্লবের ইতিহাস রচিত হয়েছে।তাই আমরা আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীন ক্যাম্পাসে আর কোনো প্রকার অযৌক্তিক কোটা পদ্ধতি দেখতে চাই না।

সেখানে আরও বলা হয়, বিগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৩৪ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫৩৭ জন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষে ৬২১ জন শিক্ষার্থী কোটার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, যার একটি বড় অংশ অযৌক্তিক পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা।আমরা এই দুইটি সম্পূর্ণ অযৌক্তিক কোটা অবিলম্বে বাতিলের দাবি জানাই।

পাশাপাশি, গত কয়েক বছর ধরে ভর্তি পরীক্ষার আবেদন ফি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে।এই ফি কমানোও সময়ের দাবি।আমরা আশাবাদী, আমাদের ছাত্রবান্ধব প্রশাসন এই যৌক্তিক দাবি গুলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করবেন।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।