কেন্দুয়ায় অবরোধ সমর্থনে বিএনপির মশাল মিছিলের প্রেক্ষিতে বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়িসহ দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ
আপডেটঃ ৬:৩৬ অপরাহ্ণ | নভেম্বর ০৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা: বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বুধবার রাতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অবরোধের সমর্থনে উপজেলার চিরাং বাজার ও গোগবাজার এলাকাসহ তিনটি স্থানে ঝটিকা মশাল মিছিল বের করে জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী গ্রুপের নেতাকর্মীরা।অপরদিকে কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া মোড় থেকে একটি ঝটিকা মশাল মিছিল বের করে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল গ্রুপের নেতাকর্মীরা।এরই প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পৌরশহরে একটি শান্তি মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে পৌরশহরে থাকা রফিকুল ইসলাম হিলালীর বাসার প্রধান ফটক, তার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়, রান্নাঘর, মূল ঘরের কাচ ও আসবাবপত্র ভাংচুর করে।এরপর তারা পৌর শহরের খাদ্য গুদাম এলাকায় থাকা দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর করে।
এবং পৌরশহরে থানার প্রধান ফটকের সামনে যুবদল নেতার ১টি দোকানে ও সজিউড়া মোড়ে অপর একটি দোকানে হামলা-ভাংচুর ও লুটপাট করে।তবে বিএনপি নেতাকর্মীদের বাসা ও দোকানপাট ভাংচুরের বিষয়টি বিএনপির অভ্যন্তরীন কোন্দলের কারনে হয়েছে বলে মন্তব্য করেছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঁইয়া।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার, কেন্দুয়া সার্কেলের হুসাইন মোহাম্মদ ফারাবী বলেন, ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।