কৃষক লীগের সাবেক সহ-সভাপতিকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল
আপডেটঃ ১২:১১ অপরাহ্ণ | নভেম্বর ২৩, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণার পূর্বধলায় ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ এরশাদ ও রোকন গং কর্তৃক বয়োঃবৃদ্ধ উপজেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি জালাল উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিক্ষুব্ধ শালদিঘা গ্রামবাসী।বুধবার (২২ নভেম্বর) বিকেলে পূর্বধলা-নেত্রকোণা সড়কের ত্রিমুহনী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয়রা।মানববন্ধনে বক্তারা বলেন, হাজী জালাল উদ্দীন সাহেব একজন সামাজিক ও সন্মানিত ব্যাক্তি।তিনি উপজেলা কৃষক লীগের সাবেক সহ- সভাপতি।
অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু এরশাদ ও রোকন গংরা গত ২০ নভেম্বর রাতে এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পরই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।তার আর্ত ডাক চিৎকারে মসজিদের অন্যান্য মুসল্লীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়।এলাকাবাসী এ ন্যাক্কারজনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সাথে জড়িত এরশাদ ও রোকন গংদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মুন্সি, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ লুৎফুর রহমান, কৃষক লীগের সভাপতি খুরশেদ আলম, আহতের পুত্র মোঃ জামাল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রুবেল মিয়াসহ অন্যান্যরা।
IPCS News : Dhaka : গোলাম কিবরিয়া সোহেল : নেত্রকোণা।