কৃষক ও ব্যবসায়ীদের পন্য পরিবহনে অনাগ্রহে বন্ধ হলো কৃষিস্পেশাল ট্রেন
আপডেটঃ ১২:৫০ অপরাহ্ণ | নভেম্বর ০৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ট্রেনে পন্য পরিবহনে কৃষক ও ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় বন্ধ করা হয়েছে কৃষি স্পেশাল ট্রেন।স্বল্প ভাড়ায় কৃষক ক্ষেত থেকে তাদের উৎপাদিত পন্য বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাবে এই লক্ষে পশ্চিমাঞ্চল রেলকতৃপক্ষ তিনটি কৃষিস্পেশাল ট্রেন উদ্বোধন করেন।কিন্তুু সড়ক পথের চেয়ে ট্রেনে খরচ বেশি,সিডিউল বিপর্যয়,সর্বপরি কৃষকদের সাথে রেল কতৃপক্ষের সমন্বয়ের অভাবে উদ্বোধনের দিন পন্য ছাড়াই চলাচল করে ট্রেন গুলো।এর মধ্য ২২ অক্টোবর খুলনা- ঢাকা, ২৩ অক্টোবর পঞ্চগড়-ঢাকা ও ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা তিন ট্রেনই পন্যছাড়াই উদ্বোধন করেন পশ্চিমাঞ্চলে রেল কতৃপক্ষ।জানা গেছে তিনটি স্পেশাল ট্রেনে রেলের খরচ হয় ২৭ লক্ষাধিক টাকা।আর আয় হয় মাত্র ২৬৮ টাকা।এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে নড়েচড়ে বসে রেল কতৃপক্ষ।ফলেে একদিন চলেই বন্ধ করে দেওয়া হলো সে ট্রেন গুলো।
রেল বিভাগ জানিয়েছে, সর্বশেষ গত শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই বিশেষ ট্রেন।বেলা সোয়া ১১টায় রাজশাহী রেলস্টেশনে পৌঁছায়।শুরুর স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত ৫টি স্টেশনে সবজি নেওয়ার জন্য থামলেও কোনো সবজি বা কৃষিপণ্য না পাওয়ায় বিশেষ ট্রেন খালি যেতেই বাধ্য হয়।
একই অবস্থা ছিলো, পঞ্চগর ও যশোর কৃষিপন্য স্পেশাল ট্রেনের।পাকশি রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম জানান, প্রতিদিন ১২০ টন পণ্য আনা-নেওয়ার লক্ষমাত্রা ধরে কৃষিস্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।
কিন্তু যাদের জন্য এই উদ্যোগ তাদের সাড়া মিলেনি।পশ্চিমসঞ্চল রেলের প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস বলেন,ব্যবসায়ী ও কৃষকদের স্বল্প ভাড়ায় কৃষিপন্য বহনের সুবিধার কথা চিন্তা করেই কতৃপক্ষ কৃষিপন্য স্পেশাল ট্রেন চালু করেছিলেন।
এনিয়ে ট্রেন গুলোর প্রারাম্ভিক স্টেশনসহ পথিমধ্যে স্টপিজ থাকা স্টেশন গুলোর আশপাশের কৃষক ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় ও ব্যাপক প্রচারণা চালালেও ট্রেনে কৃষিপণ্য পরিবহণে আশানুরূপ সাড়া মেলেনি।ফলে ট্রেন গুলো বন্ধ করা হয়েছে।তবে কৃষকরা বলছেন অন্যকথা।বিশেষ এই ট্রেনের খবর তারা জানেন না।
এছাড়া প্রচারের জন্য প্রারাম্ভিক স্টেশনসহ অন্যন্ন কোন স্টেশনে মাইকিং বা ব্যানার টাঙ্গানো হয়নি।রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জের রহনপুরে উদ্বোধনের দিন ছোট্র একটি ব্যানার টাঙ্গানো ছাড়া কোন পদক্ষেপ নেয়নি কত্পক্ষ।এর ফলে ট্রেনগুলে একদিনে বিপুল অংকার টাকা লসদিয়ে চালিয়েই বন্ধ করলো কতৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ে কৃষিপণ্য পরিবহণে কৃষিপণ্য স্পেশাল’ নামে ট্রেনগুলো ২য় দিন মঙ্গলবার খুলনা থেকে ঢাকা, বৃহস্পতিবার পঞ্চগড় থেকে ঢাকা ও শনিবার রহনপুর থেকে রাজশাহী হয়ে ঢাকায় চলাচল করার কথা ছিল।কিন্তু এক সপ্তাহের মাথায় সে গুলো বন্ধ হয়ে গেল।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।