কুলিয়ারচর উপজেলা প্রশাসন স্কুলে উপহার হিসেবে শিক্ষার্থীদের জন্য দুইটি স্কুল ভ্যান হস্তান্তর
আপডেটঃ ১০:২৬ অপরাহ্ণ | আগস্ট ২৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসন স্কুলে উপহার হিসেবে শিক্ষার্থীদের জন্য দুইটি স্কুল ভ্যান হস্তান্তর করেছেন আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ কয়েল) ভৈরব এর চেয়ারম্যান ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সহকারী সম্পাদক দানবীর মো. ফজলুর রহমান।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিষ্ঠিত উপজেলা প্রশাসন স্কুলে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে তিনি আনুষ্ঠানিক ভাবে দুইটি স্কুল ভ্যান উপহার দিয়ে প্রধান অতিথি কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটি এম ফরহাদ হোসেন চৌধুরী ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র হাতে স্কুল ভ্যানের চাবি হস্তান্তর করেন।
এসময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক মো. মুছা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক মো. সবুজ মিয়া ও বিশিষ্ট সমাজ সেবক মো. সাইদুর রহমান খান সবুজ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
স্কুল ভ্যান হস্তান্তার শেষে বিদ্যালয় চত্বরে ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ।
IPCS News : Dhaka : লোকমান হোসাইন : কিশোরগঞ্জ।