সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কুলিয়ারচরে মেধাবী তরুন সাব্বিরের প্রথম মৃত্যু-বার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেলো দুই সহস্রাধিক রোগী

আপডেটঃ ১২:৪২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৩, ২০২৩

নিউজ ডেস্কঃ

কিশোরগঞ্জ:- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহাদাত হোসেন কবিরের ছোট ভাই প্রয়াত তরুণ কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার হোসেন সাব্বিরের প্রথম মৃত্যু বার্ষিকীতে দুই সহস্রাধিক রোগীেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ তাদের মাঝে ঔষধ বিতরণ করা হয়েছে।শনিবার (২সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে প্রয়াত সাব্বিরের গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বড়চারা গ্রামে আব্দুল্লাহ্পুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয়ে কুলিয়ারচর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় শাহরিয়ার হোসেন সাব্বির ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের মধ্যদিয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পিং আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়।

এ সময় প্রয়াত শাহরিয়ার হোসেন সাব্বিরের বড় ভাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহাদাত হোসেন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ এনামুল হক আবু বক্কর, সাবেক চেয়ারম্যান ও আব্দুল্লাহপুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্বাস উদ্দিন, প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান সহ বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পিং-এ অর্থোপেডিক্স, মেডিসিন, শিশু রোগ, গাইনী ও স্ত্রী রোগের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মুহাম্মদ আজিজুর রহমান, ডা. ঝুটন চন্দ্র বণিক, ডা. মহিউদ্দিন শরীফ, ডা. মো. জিয়া উদ্দিন, ডা. শফিকুল ইসলাম, ডা. মোস্তফা কামাল উদ্দিন খান, ডা. মো. শহীদুল ইসলাম ডালিম, ডা. নাসিম আল ইসলাম, ডা. মো. আবু কাউসার সুমন, ডা. মোহাম্মদ আদনান আখতার, ডা. জিন্নাত সুলতানা ও ডা. খালেদ হাসান।

যাকে ঘিরে এতো বড় মহৎ উদ্যোগ শাহরিয়ার সাব্বিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি ছোট ভাইয়ের প্রতি স্নেহ ও ভালোবাসার টানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শাহাদাত হোসেন কবিরের এই মহতী উদ্যোগকে স্বাগত জানন এলাকাবাসী।

IPCS News : Dhaka : লোকমান হোসাইন : কিশোরগঞ্জ।