সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কুলিয়ারচরে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস এর সৌজন্যে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেটঃ ১০:২৪ অপরাহ্ণ | জুলাই ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ

কিশোরগঞ্জ:-“মাদক নয়, খেলা করো, সুস্থ-সুন্দর জীবন গড়ো’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস এর সৌজন্যে উপজেলার ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল হামিদ ভূঞার স্মরণে “মরহুম আব্দুল হামিদ ভূঞা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১০ জুলাই বিকেল ৫ টার দিকে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।

এসময় উপস্থিত ছিলেন, আরাফত কেমিক্যাল ওয়ার্কস, ভৈরব এর চেয়ারম্যান ফরিদপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মো. ফজলুর রহমান, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুক্তিমামুদ খোকা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবেদার মো. দেওয়ান আলী (অব.), ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ আলম।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ, বিশিষ্ট সমাজ সেবক মো. সাইদুর রহমান সবুজ, ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক অভিভাবক সদস্য ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঞা, সমাজ সেবক মো. জসিম উদ্দিন ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. দেলোয়ারা সরকার প্রমুখ।

দীর্ঘদিন পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আরাফাত কেমিক্যাল ওয়ার্কস এর সৌজন্যে হাজারও ফুটবল প্রেমীদের উপস্থিতিতে ফাইনাল খেলায় অংশগ্রহন করেন স্থানীয় শক্তিশালী এলিবেন ষ্টার (লাল) ফুটবল একাদশ বনাম শক্তিশালী প্রেসিডেন্ট  (নীল) ফুটবল একাদশ।খেলায় এলিবেন ষ্টার ফুটবল একাদশ ৪-৩ গোলে প্রসিডেন্ট ফুটবল একাদশকে পরাজিত করে বিজয় লাভ করে।

পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।ফাইনাল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সোহাগ।

IPCS News : Dhaka : লোকমান হোসাইন : কিশোরগঞ্জ।