সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটঃ ৪:০৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

কিশোরগঞ্জ:- ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের ৭২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়ানুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন কুলিয়ারচর  উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা।এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং শতরূপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি বাবু লায়ন জিতেন্দ্র লাল ভৌমিক এর সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান মীর মো. মিছবাহুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান জসিম উদ্দিন প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাকুর রহমান (বাদল), সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মালেক (কবির), বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করে শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।অনুষ্ঠানের প্রধান আর্কষণ ছিল স্কাউট ও গার্লস গাইডদের শারীরিক কসরত ও যেমন খুশি তেমন সাজ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পীযুষ কান্তি ঘোষ।খেলা পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক শফিকুল ইসলাম।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

IPCS News : Dhaka :  লোকমান হোসাইন : কুলিয়ারচর, কিশোরগঞ্জ।