কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠিত
আপডেটঃ ১২:৪১ অপরাহ্ণ | অক্টোবর ০৭, ২০২৩
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।শুক্রবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রথম পর্বের আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে মো. আনিসুর রহমান শামীম-কে আহবায়ক, মো. মাসুদুল আলম-কে সদস্য সচিব, সুভল ও আব্দুল্লাহ আল ওসমান গণি-কে যুগ্ম আহ্বায়ক ঘোষণা করে একাংশ আহ্বায়ক কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুস্তাফিজুল হক মুছা।উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুস্তাফিজুল হক মুছা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব বদিউল আলম নাঈম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক আবু বাক্কার, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মেজর মোহাম্মদ নুরুল ইসলাম (অব.), সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আব্বাস উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন আঙ্গুর মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব মাস্টার, সদস্য রাজু আহমেদ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুর রহমান শোভা, সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. কামাল হোসেন ও যুবলীগ নেতা মো. মোবারক হোসেন।
IPCS News : Dhaka : লোকমান হোসাইন : কিশোরগঞ্জ।