কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল সুপারলীগের ফল সম্প্রীতি ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন
আপডেটঃ ৬:৪১ অপরাহ্ণ | জানুয়ারি ০২, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লীগের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।গতকাল রোববার (০২ জানুয়ারী) শিরইল স্পোর্টিং ক্লাব ২৯-২৮ সম্প্রীতি ক্রীড়া চক্র।সম্পীতি ক্রীড়া চক্রের হামিদ সেরা খেলোয়াড় ও জিয়া-২ সর্বোচ্চ গোল দাতা নির্বাচিত হন।জেলা হ্যান্ডবল সমিতির সভাপতি মোঃ আব্দুস সোহেল এর সভাপতিত্বে অনুষ্টিত পুরস্কার ও সমাপনী অনুষ্টানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রেসিডিয়াম সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।এছাড়াও তিনি জাতীয় কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় রানারআপ রাজশাহী দলের হাতে পুরস্কার তুলে দেন ও ২য় বিভাগ ৮টি ইভেন্টের খেলার আনুষ্টানিক উদ্বোধন করেন।এর আগে তিনি বলেন রাজশাহীতে খেলাধুলার চর্চা আগের চাইতে বাড়তে শুরু করেছে।
এই খেলাধুলা নিয়ামিত আয়োজন করলে আমাদের ছেলেমেয়েরা খেলার প্রতি মনোনীবেশ করবে ফলে রাজশাহী মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে উঠবে ও বিপথগামী থেকে বিরত থাকবে।বিশেস অতিথি হিসেবে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারন সম্পাদক রাজবি উদ্দিন আহমেদ চপল, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর,মহানগর আওয়ামী লীগ ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার., সাধারন সম্পাদক মোঃ মামুনার রশীদ।
এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শাসসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) মোঃ রাসেল জামান, যুগ্ম-সম্পাদক(প্রশাসন) মোঃ নাজমীর আহমেদ আমান, কোষাধ্যক্ষ মোঃ জিয়া হাসান আজাদ হিমেল, নির্বাহী সদস্য মীর তৌফিক আলী ভাদুসহ অন্য কর্মকর্তা , কাউন্সিলার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : বাবুল, রাজশাহী।