সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কাহরোলে ভূমিহীনদের বাড়ী হতে উচ্ছেদের চক্রান্ত চলছে

আপডেটঃ ৫:৫০ অপরাহ্ণ | আগস্ট ১৫, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরের কাহারোল উপজেলার ইটুয়া গ্রামের মো: সুলতান ও আব্দুল হান্নান গত ১৭/০৭/২০১৪ ইং সালে ইটুয়া মৌজায় ১নং খাস খতিয়ানভূক্ত জমি ১৮৮৩৯৪ দাগে ২জন মিলে জমি বন্ধবস্ত গ্রহণ করেন। বন্দবস্ত করিয়া ভূমি অফিস হইতে খারিজ করিয়া ঘর বাড়ি নিমার্ন করিয়া বসবাস করিতেছে।এদিকে সেতাবগঞ্জ সুপার মিলস লিমিটেড উক্ত জমি তাদের বলে দাবি করে দুই ভাইকে উক্ত জমি হতে অনত্রে চলে যেতে বলে।অপর দিকে মো: আব্দুল হান্নান ও মো: সুলতান আলীসহ ৪জন বাদী হয়ে গত ১২ জুলাই ২০২৩ জেলা-দিনাজপুর কাহারোল সহকারী জজ আদালতে একটি চিরস্থায়ী নিষেদ্ধাজ্ঞার ডিগ্রির প্রার্থনা করে মোকদ্দমা করেন।মোকদ্দমা নং-/২০২৩ আনয়ন করে সেতাবগঞ্জ সুপার মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপক খামার ও ল্যান্ড অফিসার এই তিনজনকে বিবাদী করেন।দুই ভাইয়ের দাবী আমরা ভূমিহীন পরিবার সরকারের নিকট হতে উক্ত জমি বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসিতেছি।

এদিকে সেতাবগঞ্জ সুপার মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হলে তিনি বলেন, যে জায়গায় তারা ঘর করে আছেন সেই জায়গাটি তাদেরকে বন্দোবস্ত দেওয়া হয়নি।অন্য জায়গায় তাদের জমি রয়েছে সেখানে তাদেরকে আমি উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সহ তাদেরকে অনুরোধ করেছি যেখানে তাদের জমি রয়েছে সেখানে যাওয়ার জন্য।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।