সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কাশিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে টানটান উত্তেজনা

আপডেটঃ ৪:৩৭ অপরাহ্ণ | মে ৩১, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরের বিরল উপজেলার কাশিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে দ্বন্দ চরমে।সভাপতি নির্বাচনের লক্ষে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পুর্ব ঘোষিত সভায় ওই বিদ্যালয়ের সাবেক সভাপতির লোকজন নির্বাচিত সদস্যদের সভায় অংশ গ্রহনে বাঁধা প্রদানসহ গাড়ি ভাংচুরের অভিযোগ ওঠেছে।এ ঘটনায় টানটান উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।জানা যায়, বিরল উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের কাশিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুন প্রিজাইডিং অফিসার হিসেবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন।এরই ধারাবাহিকতায় প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুনের স্বাক্ষরিত নির্বাচনী তফশীল গত ২৮ মার্চ/২২ ঘোষনা করেন।

২৯ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত মনোনয়ন পত্র বিতরন এবং দাখিল, ৩ এপ্রিল বাছাই, ৫ এপ্রিল প্রত্যাহার এবং ১৭ এপ্রিল ভোট গ্রহন।গত ১৭ এপ্রিল শান্তিপুর্ণ পরিবেশে সুষ্ঠ্যভাবে ভোট সম্পন্নও হয়।নির্বাচিতরা হলেন, অভিভাবক সদস্য পদে ২০১ ভোট পেয়ে তপন মহন্ত, ১৯০ ভোট পেয়ে মোঃ তৈমুর রহমান, ১৮৮ ভোট পেয়ে নাছিরুল ইসলাম, ১৯০ ভোট পেয়ে মোঃ মোজাহারুল ইসলামকে নির্বাচিত ঘোষনা করা হয়।

সংরক্ষিত মহিলা অভিভাবক পদে ১৭৬ ভোট পেয়ে স্বপ্না রাণী, সাধারন শিক্ষক প্রতিনিধি পদে ৭ ভোট পেয়ে মোঃ শাকিদুল ইসলাম ও ৬ ভোট পেয়ে মোঃ শাহজাহান আলী এবং সংরক্ষিত মহিলা শিক্ষক পদে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দিতায় মিতা রাণী রায়কে নির্বাচিত ঘোষনা করেন।

ম্যানেজিং কমিটির নির্বাচিত ৯ জন সদস্য নির্বাচনের সাত কার্যদিবসের মধ্যে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুনের নির্দেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম ২০ এপ্রিল স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ে সভাপতি নির্বাচন সভা আহবান করেন।

ওই সভায় সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়অ খাতুন।উক্ত সভায় নির্বাচিত সকল অভিভাবক সদস্যের উপস্থিতিতে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে সভাপতি নির্বাচনের বিষয় উথ্থাপন করলে অভিভাবক সদস্য মোজাহারুল ইসলাম সভাপতি পদে মোছাঃ লাকী পারভীনের নাম প্রস্তাব করেন।

আর কোন সদস্যের নাম উথ্থাপন না হওয়ায় ব্যাপক আলোচনা পর্যালোচনান্তে উপস্থিত সকল সদস্যের সম্মত্তিক্রমে লাকী পারভীনকে সভাপতি নির্বাচিত করে রেজুলেশন করা হয়।সভায় আর কোন আলোচনা না থাকায় সভার সভাপতি প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুন সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।

ম্যানেজিং কমিটির সভাপতি লাকী পারভীনকে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলামকে সভাপতি নির্বাচিত করতে চাপ সৃষ্টি করেন।ক্ষমতাসীন দলের নেতা কর্তৃক প্রভাবিত হয়ে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুন নির্বাচিত পুর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য শিক্ষাবোর্ডে না পাঠিয়ে গড়িমসি করে।

গত ৩০ মে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুন এর কার্যালয়ে আবারও সভাপতি নির্বাচনের জন্য নিয়ম বর্হিভুত ভাবে তাঁরই কার্যালয়ে সভা আহবান করেন।

ওই সভায় অংশ গ্রহনের জন্য নির্বাচিত সদস্যগন বিরল থানার সামনে পৌঁছলে সাবেক সভাপতি আনোয়ারুল ইসলামের লোকজন সভায় অংশ গ্রহনে বাঁধা প্রদানসহ তাদের মাইক্রোবাসের গতিরোধ করে ভাংচুর শুরু করলে থানায় আশ্রয় নেয়।

পুলিশের সহায়তা নিয়েও নির্বাচিত সদস্যগণ সভায় অংশ গ্রহন করতে পারেননি বলে নির্বাচিত সদস্যদের অভিযোগ।এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচিত সদস্যরা কেউ সভায় উপস্থিত হয়নি।

প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছারকে অবগত করেছেন। তিনি বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহনের পরামর্শও দিয়েছেন বলেও তিনি জানিয়েছেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।