সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কালোবাজারিদের ধরতে সক্রিয় পুলিশ আবারও গ্রেফতার এক

আপডেটঃ ৯:৫৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০২২

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- ঈদুল ফিতর, ঈদুল আজাহা সহ চাকুরির ইন্টারভিউ বিভিন্ন কলেজ ভর্তি পরীক্ষার সময় রেলওয়ে আন্ত-নগর ট্রেনের টিকেট পেতে নাজেহাল পরিস্থিতির সমুক্ষিন হতে হয় সন্মানিত যাত্রিদের।ঠিক এই সময়ে বিপদগামী কালোবাজারিদের মুল হতারা শহরের বিভিন্ন পুরুষ ও মহিলাদের দ্বারা তিনটি আন্ত-নগর ট্রেনের সিংহভাগ টিকেট কটিয়ে নেওয়া হয়।এরপর দুই গুন তিন গুন বেশি দামে যাত্রি স্বাধারন টিকেট ক্রয় করতে বাধ্য হয়।কালোবাজারিদের টিকেট কাটার ধরন হল আন্ত-নগর টিকেট কাউন্টারের সামনে ১০ জন এর পরে আরও ১০ জন তারপর আরও ১০ জন মোট ৩০ জন নারী ও পুরুষ দ্বারা ৪ টি ৩ টি করে ভি ও আই পি, এসি চেয়ার, শভন চেয়ার আন্ত-নগর ট্রেনের টিকেট কাটিয়ে নেয়।ফলে পেছনের লাইনে থাকা যাত্রিগন টিকেট না পেয়ে খোভ প্রকাশ করেন।এরকম খবরে তৎপর হয়ে ওঠেন দিনাজপুর রেলওয়ে থানার কর্মকর্তাগন।

কালোবাজারি দের ধরতে কঠোর নজরদারি শুরু করেন দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকায় বিভিন্ন গপন তথ্যের ভিত্তিতে, কৌশলে একের পর এক টিকেট কালোবাজারি সদস্যদের পাকড়াও করতে সক্ষম হচ্ছেন দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর ২০২২ অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস আই মোঃ জাহেদুল ইসলাম, সঙ্গিও অফিসার্স ফোর্স অত্র থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে দুপুর ১:১৫ মিনিট সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে দিনাজপুর রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারের সামনে একজন টিকেট কালো-বাজারি যাত্রি স্বাধারনের মাঝে প্রকাশ্যে ৯ শত ৩০ টাকা মুল্যের ট্রেনের টিকেট কালো-বাজারির মাধ্যমে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গিও অফিসার্স ফর্স সহ ১:৩০ মিনিট সময়ে ঘটনা স্থলে উপস্থিত হইলে, পুলিশের উপস্থিতি টের পাইলে কালো-বাজারি কৌশলে পালানোর চেষ্টা করে সঙ্গিও অফিসার্স ও ফর্সের সহায়তায় আন্ত-নগর টিকেট কাউন্টারের সামনে দিনাজপুর সদর দক্ষিন মুন্সিপাড়া (গোলকুটি) এলাকার মোঃ সালাউদ্দীন এর পুত্র মোঃ কুদরাত হোসেন (২৪) কে ৭ শত ৯৪ নং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ২ টি আসন বিষিষ্ট একটি টিকেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয় দিনাজপুর (জি আর পি) রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক ভুইয়া জানান দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও,পঞ্চগড় এলাকায় টিকেট কালোবাজারি রোধে কঠোর নজরদারি রাখা হয়েছে।

এ পর্যন্ত যে সকল টিকেট কালোবাজারিদের আমরা ধরেছি তাদের কাছ থেকে টিকেট কাটার ধরন ও বিক্রয় সহ নানান তথ্য ধৃতদের কাছ থেকে আমরা পেয়েছি।এরই সুত্র ধরে টিকেট কালোবাজারি মুল হতাদেরও গ্রেফতার করতে সক্ষম হব বলে আমরা মনে করছি।এ ব্যপারে ধৃত ব্যক্তি কুদরাত হোসেনের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (১) ধারায় ১ টি মামলা দায়ের করা হয়েছে যার মামলা নং ২ তাং ০৯/০৯/২০২২

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।