সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কলমাকান্দায় লরি উল্টে খাদে পড়ে চালকের মৃত্যু

আপডেটঃ ১১:৩৯ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২১, ২০২৪

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনার কলমাকান্দায় লরি উল্টে খাদে পড়ে এর চালক নিহত হয়েছে।আজ শুক্রবার সকালে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের আশারানী নামক এলাকায় এ ঘটনা ঘটে।পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।নিহত লরি চালকের নাম নিলয় দাস (২১)।তিনি উপজেলার সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের যতিন্দ্র দাসের ছেলে।কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও দমকল বাহিনীর সুত্রে জানা গেছে,  শুক্রবার ভোরে রাতে লরিতে বালু বোঝাই করে উপজেলা শহরের দিকে যাচ্ছিল নিলয় দাস।পথে আশারানী নামক এলাকায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লরি উল্টে খাদে পড়ে যায়।এ সময় চালক নিলয় দাস লরির নিচে চাপা পড়েন।এতে করে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সকালে খাদে লরি উল্টে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধা করে।কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন,পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত নিলয় দাসের মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে। 

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।