কমনওয়েলথ গেমসে অংশ-গ্রহণকারী বাংলাদেশ বক্সিং দলকে মডার্ন বক্সিং ক্লাবের অভিনন্দন
আপডেটঃ ১২:৪৫ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০২২
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বাংলাদেশ বক্সিং দল লন্ডনের বার্মিংহামে অনুষ্ঠিতব্য ২২তম কমনওয়েলথ গেমসে অংশ গ্রহনের জন্য গত সোমবার দেশ ত্যাগ করেছে।আগামী ২৮ জুলাই পর্দা উঠবে এ আসরের।এ প্রতিযোগিতায় দেশ সেরা বক্সার সুরা কৃষ্ণ, হোসেন আলী ও সেলিম হোসেন অংশ নিচ্ছে।বাংলাদেশ বক্সিং দলের কোচ শফিউল আজম মাসুদ ও দলের ম্যানেজার সৈয়দ মহিউদ্দিন আহমদ সংবাদের প্রতিনিধিকে জানান তাঁদের দীর্ঘ প্রশিক্ষণের মধ্যে দিয়ে প্রস্তুতি নেয়া হয়েছে।আশা করি আমরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারবো।বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অর্থায়ণে ও বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিনের তত্ত্বাবধাণে পাঁচ মাসব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হয়।মডার্ন বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক ও দলের কোচ মাসুদ টিমের সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ বক্সিং দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক ও মডার্ন বক্সিং ক্লাবের সভাপতি আবু সুফিয়ান চিশতি বাবু, কোষাধ্যক্ষ রকিবুল হক তুহিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।