রবিবার ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কবি হেলাল হাফিজের প্রয়াণে শোক ও স্মরণসভা

আপডেটঃ ১১:১৮ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৩, ২০২৪

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- প্রেম ও দ্রোহের কবি, নেত্রসন্তান হেলাল হাফিজের প্রয়াণে নেত্রকোনায় শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নেত্রকোনা জেলা শহরের উকিল পাড়ায় প্রত্যাশা ভবনে শনিবার সন্ধ্যায় কবির প্রয়াণে এ শোক ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুণের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপনের সঞ্চালনায় শোক সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,কবির অনুজ কবি নেহাল হাফিজ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু,প্রফেসর ননী গোপাল সরকার,ছড়াকার সাংবাদিক শ্যামলেন্দু পাল,বাউল গবেষক আ,ফ,ম রফিকুল ইসলাম খান আপেল,অধ্যাপক সরোজ মোস্তফা,নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী,সাংবাদিক আলপনা বেগম,কবি এনামূল হক পলাশসহ লেখক,সাংবাদিক এবং সংস্কৃতি কর্মীরা।এর আগে শোক সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচন করা হয় এবং শোক বার্তা পাঠ করেন প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদার। এছাড়াও কবির লিখা কবিতা আবৃত্তি করেন কবি পহেলি দে,কবি সাইফুনাহার শিউলি, এস. এম মুসা প্রমূখ।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।