সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না : আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আপডেটঃ ১:৩৯ অপরাহ্ণ | নভেম্বর ০৪, ২০২১

নিউজ ডেস্কঃ

বৃহস্পতিবার সকালে বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ দেখতে চায় পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক, তারপর দেখা যাবে বিএনপি’র মরা গাঙে ঢেউ আসে কিনা।ওবায়দুল কাদের বলেন, তারেক জিয়া দেশে ফিরবে কোন বছর-এই বছর না ওই বছর, ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না।গত কয়েক বছর ধরে গণঅভ্যুত্থান, মুক্ত খালেদার চেয়ে বন্দি খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের গল্প, আওয়ামী লীগের ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, এসব বক্তব্যে কী হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের ভাতকুড়া করোটিয়া-বাসাইল-সখিপুর সড়কের ওপর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।

IPCS News : Dhaka :