কক্স-বাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে জেটস্কির ধাক্কায় পর্যটক আহতঃ
আপডেটঃ ২:৫১ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০২১
নিউজ ডেস্কঃ
কক্সবাজার জোনের অতিরিক্ত ট্যুরিস্ট পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন, ফাহিম নামের ওই যুবকের ভগ্নিপতি ৩০টি জেটস্কির চালককে আসামি করে মঙ্গলবার রাতে মামলা করেছেন।তদন্তের কাজ দ্রুতগতিতে চলছে।শিগগিরই ওই চালককে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে জেটস্কির ধাক্কায় পর্যটক আহতের ঘটনায় সৈকতের সব চালকের বিরুদ্ধে মামলা হয়েছে।বন্ধ রয়েছে জেটস্কি চলাচল।আহত ফাহিম ওয়াজেদের ভগ্নিপতি ওয়াসিম আহমেদ মঙ্গলবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন।২৩ বছর বয়সী ফাহিমের বাড়ি সিলেট কোতোয়ালি থানার বন্দর বাজার ১৪ নম্বর ওয়ার্ডে।আরও পড়ুন: সুগন্ধা পয়েন্টে জেটস্কির ধাক্কায় পর্যটক আহত কক্স-বাজার জোনের অতিরিক্ত ট্যুরিস্ট পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বুধবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফাহিম নামের ওই যুবকের ভগ্নিপতি ৩০টি জেটস্কির চালককে আসামি করে মঙ্গলবার রাতে মামলা করেছেন।তদন্তের কাজ দ্রুতগতিতে চলছে।শিগগিরই ওই চালককে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।ওয়াসিম আহমেদ জানান, মঙ্গলবার সকালে শ্যালক ফাহিমসহ সবাই সৈকতে গোসল করতে নামেন।সে সময় একটি জেটস্কি ফাহিমকে ধাক্কা দেয়।
এতে মাথায় আঘাত পাওয়ায় তাকে সদর হাসপাতালে নেয়া হয়।ডাক্তার তাকে ঢাকায় নিতে বলেন।ওয়াসিম বলেন, ‘ফাহিমের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।এরকম ঘটনা ঘটল অথচ প্রশাসন এখনও কাউকে শনাক্ত করতে পারেনি।তাই আমরা মামলা করেছি।আমরা চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত সৈকতে জেটস্কি চলাচল বন্ধ থাকুক।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, পর্যটক আহত হওয়ার পর থেকে সৈকতে কোনো ওয়াটার বাইক মানে জেটস্কি নামতে দেয়া হয়নি।যতক্ষণ পর্যন্ত ওই চালককে শনাক্ত করা না যাচ্ছে ততক্ষণ এই নির্দেশনা থাকবে
IPCS News : Dhaka : মোহাম্মদ রুহুল আমিন রাহুল : কক্স-বাজার।