এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটে-এর শিক্ষা সমাপনী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত
আপডেটঃ ৬:৪৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৪, ২০২৩
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার বেলা সাড়ে ১২টায় এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট-এর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৮ম পর্বের বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সমাপনী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান আজিজুল ইকবাল চৌধুরীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেকট্রিক্যাল বিভাগের চীফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ সাদিকুল ইসলাম, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর মেকানিক্যাল বিভাগের চীফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান মোঃ শরিফুল আলম, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের ওয়ার্কশপ সুপার ও বিভাগীয় প্রধান মোঃ আরিফুল ইসলাম, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, টেক্সটাইল ইনস্টিটিউট দিনাজপুর এর কারিগরি বিভাগের ইন্সট্রাক্টর মোঃ শাহরিয়ার রায়হান, জুবিলি উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক ফাহিমা ইয়াসমিন কলি।
আরো উপস্থিত ছিলেন, ডায়াবেটিস হাসপাতাল দিনাজপুর এর ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ ইশতিয়াক চৌধুরী, মেসার্স সিবাহ্ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মনজুরুল ইসলাম মঞ্জুর, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ তারেক ইবনে নাসিম, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জয়ন্ত কুমার সরকার, উপাধ্যক্ষ নিরজা শাপলা প্রমূখ।
অনুষ্ঠিত এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা সমাপনী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি ৩টি পর্বে অনুষ্ঠিত হয়েছে।১ম পর্বে দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা, ২য় পর্বে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং ৩য় পর্বে বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।