রবিবার ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষনা

আপডেটঃ ২:২১ অপরাহ্ণ | মার্চ ০১, ২০২২

নিউজ ডেস্কঃ

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।আগামী ১৯ জুনে এসএসসি এবং ২২ আগস্টে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।যদিও এ তারিখ চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এক ‘জরুরি বিজ্ঞপ্তি’তে জানানো হয়েছে, এবার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা হবে না।তার পরিবর্তে প্রস্তুতিমূলক পরীক্ষা হবে।এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আগামী ১৩ এপ্রিল।রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ফরম পূরণ করতে পারবে।প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৯ মে এবং পরীক্ষা শুরু হতে পারে ১৯ জুনে।

অন্যদিকে, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে আগামী ৮ জুন।তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা হতে পারে আগামী ১৪ জুলাই।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্বে) তপন কুমার সরকার সাংবাদিকদের বলেন, নির্বাচনী পরীক্ষার পরিবর্তে এবার প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।শিক্ষা বোর্ড করোনা ভাইরাস (কেভিড-১৯) সংক্রমণের কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে এসব সিদ্ধান্ত নিয়েছে ।

IPCS News : Dhaka :